উত্তরদিনাজপুর

বিদ্যুৎ পরিষেবা কাঠামো বিষয় নিয়ে কালিয়াগঞ্জের বিডিও অফিস সভা কক্ষে আলোচনা সভা

বিদ্যুৎ সংযোগ থেকে মানুষের ক্ষতির সম্ভাবনা কমাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বুধবার দুপুর ১২ টা নাগাদ বিডিও অফিস সভা কক্ষে কালিয়াগঞ্জ বিডিও মহম্মদ জাকারিয়া, গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিদ্যুৎ দফতরের কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জ বিডিও মহম্মদ জাকারিয়া জানান নিয়ম অনুসারে গ্রামের ৩০ টি জায়গায় বিদ্যুৎ এর যে সমস্ত তার খুলা অবস্থায় রয়েছে সেই সমস্ত তারগুলোকে খুলে প্লাস্টিক কভার অর্থাৎ(কেবল ওয়ার) লাগানো হবে। কিছু কিছু জায়গায় নতুন ট্র্যান্সফারমা বসানো হবে। যে সমস্ত জায়গায় ওয়ান ফেজ আছে সেই সমস্ত ফেজকে থ্রি ফেজ করা হবে। যেন গ্রামের মানুষ বিদ্যুৎ এর ভালো পরিষেবা পায় ও ঝড় বৃষ্টির সময় কোন কারনে তার ছিরে পরলেও বিদ্যুৎ সংযোগের কারনে কোন রকম দুর্ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখে।এদিন এই সমস্ত বিষয়ে কাজ করার জন্য এই আলোচনা সভাটি আয়োজন করা হয়।